বাড়ি থেকে বের হওয়ার দোয়া

বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয় (অর্থ ও উচ্চারণসহ)-

بِـسْـمِ الـلـهِ تَـوَكَّـلْـتُ عَـلَـى الـلـهِ لاَ حَـوْلَ وَلاَ قُــوَّةَ اِلاَّ بِـالـلـهِ
উচ্চারণ : বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, লা হাওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : ‌আল্লাহর নামে (বের হচ্ছি)। আল্লাহর ওপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। (আবু দাউদ : ৫০৯৫; তিরমিজি : ৩৪২৬)।

ফজিলত: প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হবে; সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে ও ইবলিশ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (তিরমিজী শরিফ, খন্ড-২ পৃষ্ঠা-১৮০)।