মৌলভীবাজারে শিশু ও নারীসহ ১৪ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক •

মৌলভীবাজারে শিশু ও নারীসহ ১৪ জন রোহিঙ্গাকে মডেল থানা পুলিশ আটক করেছে।

শুক্রবার (২ জুলাই) রাতে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১১ জন দুটি পরিবারের সদস্য। অন্য তিনজন তাদের সাথের। সবাই কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শরণার্থী শিবির থেকে পালিয়ে এসেছে।

পুলিশ সুপার আরও জানান, ২৭ জুন চট্টগ্রাম থেকে এই ১৪ জন রোহিঙ্গা কাজের খোঁজে মৌলভীবাজার আসে। কাজ না পেয়ে শুক্রবার রাতে অন্য জায়গায় কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করছিলো। এ সময় বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ সন্দেহজনকভাবে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হিসাবে পরিচয় জানা যায়।

তবে পুলিশ বলছে, তারা কোন দালালের সাহায্যে এখানে আসছে কি না তা তারা খতিয়ে দেখা হচ্ছে। এদেরকে কক্সবাজার শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।