রামুতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রামু প্রতিনিধি •

ফাইল ছবি

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৬ মার্চ) সকালে গর্জনিয়া ইউনিয়নের বেলতলী ঝর্ণামূখ এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষকের নাম আব্দুল মাবুদ (৪৫)। তিনি বেলতলী গ্রামের মৃত মো.খলিলের ছেলে।

কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী জানান, সকাল ৯ টার দিকে একটি বন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এসময় কৃষক আব্দুল মাবুদ রাস্তা পার হচ্ছিলো। হঠাৎ হাতিটি শুড় দিয়ে তাঁকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থনীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা জানান, লাশটি দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশনা দিয়েছেন