রোহিঙ্গা শিবির থেকে নিখোঁজের ৩দিন পর বাগানে মিললো শিশুর লাশ!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজের ৩দিন পর শিশুর মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।

নিহত শিশু উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১০ এর বাসিন্দা ছলিম উল্লাহর মেয়ে উম্মে জমিলা (৮)।

শনিবার (১মে) নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম এলাকার ইয়াহিয়া গার্ডেনের আম বাগান হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি জানান, গত ২৮ এপ্রিল শিশুটি ৭নং ক্যাম্পের ব্লক-বি/১০ এ অন্য শিশুদের সাথে খেলতে যায়। খেলতে গিয়ে শিশুটি বাসায় ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরের দিন ২৯ এপ্রিল রাতে শিশুটির প্রতিবেশী মোহাম্মদ উল্লাহর ব্যবহৃত ফোনে অজ্ঞাত এক ব্যক্তি একটি বিকাশ নাম্বার থেকে শিশুটিকে খোঁজে বের করে করতে পাঁচ হাজার টাকা দাবী করে।

সেই মোতাবেক ৩০ এপ্রিল শিশুটির বাবা উক্ত বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা প্রদান করে। টাকা দেয়ার পরেও শিশুটিকে না পেয়ে শনিবার (১মে) শিশুটির বাবা উখিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরী করার পর পৌনে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম এলাকায় ইয়াহিয়া গার্ডেনের ভিতরে একটি শিশুর মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে শিশুটির মামা ঘটনাস্থলে যায়। শিশুটির লাশের পাশে তার পরনের কাপড় দেখে মৃতদেহটি শনাক্ত করেন। পরে উখিয়া নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার ঘটানাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।

এপিবিএন অধিনায়ক আরো জানান, এপিবিএন ইন্টেলিজেন্স টিম বিকাশ নাম্বারটি শনাক্ত করেছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।