সেন্টমার্টিন্স দ্বীপ ভ্রমণে যেতে পারেননি তিন শতাধিক পর্যটক

তোফায়েল আহমেদ, কালেরকন্ঠ •

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি দূর্ঘটনার কারনে সোমবার তিন শতাধিক পর্যটক যেতে পারেননি সেন্টমার্টিন্স দ্বীপ ভ্রমণে।

উখিয়া উপজেলার থাইনখালী নামক স্থানে একটি পণ্যবাহী ট্রাক সোমবার ভোরে দূর্ঘটনায় পড়লে কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তখন তিন শতাধিক পর্যটক এ পথে আটকা পড়েন।

সূত্র জানায়, কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিন্সের উদ্দেশ্যে সোমবার সকালে যাত্রা শুরু করেন পর্যটকরা। টেকনাফ পৌছার আগেই আটকা পড়ে তাদের বহন করা ১১টি বাস।

উখিয়ার পালংখালী বাস ষ্টেশনে তখন উল্টে পড়ে ছিল একটি পণ্যবাহী ট্রাক। কয়েক ঘন্টা পর রাস্তা সচল হলেও পর্যটকরা ধরতে পারেননি নির্ধারিত জাহাজ।

সেন্টমার্টিন্স দ্বীপে যাতায়াত করা এমভি ফারহান জাহাজের পরিচালক জানান, তিন শতাধিক পর্যটক ১১ টি বাসে টেকনাফ রওয়ানা হলেও নির্ধারিত সময়ে তারা জাহাজে উঠতে পারেননি।

সেন্টমার্টিন্স যেতে তিনটি জাহাজ টেকনাফ থেকে প্রতিদিন সকাল ৯ টায় ছেড়ে যায়। সোমবার দুই ঘন্টা বিলম্ব করা হলেও পর্যটকরা পৌছতে পারেননি।

সংশ্লিষ্টরা জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়কটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে।

বউখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরে পণ্য পরবহনে ভারি যানবাহন চলাচল করায় তা হয়ে পড়ে নাজুক। বর্তমানে সড়কের সংষ্কার কাজ চলায় যান চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ।

দূর্ঘটনা ঘটছে মাঝে মাঝেই।