সৌদি আরবের ‘সুমাইসি’ বন্দী শিবিরে আটক রোহিঙ্গা শরনার্থীর কাছে বাংলাদেশী পাসপোর্ট

ডেস্ক রিপোর্ট – সৌদি আরবের ‘সুমাইসি’ বন্দী শিবিরে আটক রোহিঙ্গা মুসলমানদের অধিকাংশই বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কাজ খোঁজার উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলো। অবশ্যই তাদের কারো কারো কাছে ভুটান, ভারত, পাকিস্তান বা নেপালের পাসপোর্ট পাওয়া গেছে। রেডিও তেহরান

‘মধ্যপ্রাচ্য আই’ বলেছেন, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দার ‘সুমাইসি’ বন্দী শিবিরের প্রায় ৬৫০ বন্দী এই অনশন ধর্মঘট শুরু করেছে। গত কয়েক মাসে রোহিঙ্গারা এ নিয়ে কয়েকবার অনশন ধর্মঘট পালন করেছে। বন্দীদের বেশিরভাগ ২০১২ সাল থেকে বিনা বিচারে আটক রেখেছে সৌদি সরকার। এরই মধ্যে অনেক বন্দী হতাশায় ভুগছিলো মানসিক রোগে আক্রান্ত হয়ে।

সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করে বলছে, রোহিঙ্গা মুসলমানরা ভুয়া কাগজপত্র নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে বলে তাদের আটক করা হয়েছে। নিজ দেশে উগ্র বৌদ্ধ ও সেনাবাহিনীর গণহত্যা অভিযান থেকে রক্ষা পাওয়ার জন্য রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমার ছেড়ে পালিয়েছে।