২০বছর পর গুহা থেকে বেরিয়ে নিলেন করোনা টিকা!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
সমাজ থেকে দূরে থাকতে গুহা বেছে নিয়েছেন পান্টা পেট্রিক। ২০ বছর ধরে সেই গুহাতেই বাস করছেন তিনি।

পেট্রিক যে গুহায় বাস করেন, সেখানে যাওয়ার সহজ কোনো রাস্তা নেই। খাড়া পাহাড় পাড়ি দিয়ে তবেই সেখানে পৌঁছানো যায়। সেখান থেকেই জরুরি প্রয়োজনে হঠাৎ বের হন তিনি। পেট্রিক একদিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সুপারমার্কেটে গিয়ে করোনাভাইরাসের সম্পর্কে জানতে পারেন। অদৃশ্য এই শত্রুর খবর পেয়েই তিনি টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন।

জনবিচ্ছিন্ন থাকলেও করোনার খবর অজানা থাকেনি পেট্রিকের। মহামারির কথা জানতে পেরে তাই দেরি করেননি, দ্রুতই করোনার টিকা নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, অন্যদেরও টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। সার্বিয়ার দক্ষিণাঞ্চলের স্টারা প্লানিয়া পর্বতের গুহায় থাকেন ৭০ বছর বয়সী পান্টা পেট্রিক। লোকালয় ছেড়ে দূরে থাকলেও করোনার খবর ঠিকই পেয়েছেন।

টিকা নেওয়ার পর তিনি বলেন, করোনায় কোনো বিশ্বাস নেই। যে কোনো সময় আমার গুহাতেও হানা দিতে পারে। টিকা নিয়ে নিলাম। সূত্র :এএফপি ও স্ট্রেইট টাইমস।