অবসরযাত্রায় ধোনির সঙ্গী হলেন রায়নাও

ভারতীয় কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনির অবসরের কয়েক মিনিট পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য সুরেশ রায়নাও। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সটাগ্রামে নিজের অবসরের ঘোষণা দেন।

ইন্সটাগ্রামে রায়না লিখেন, মাহি তোমার সঙ্গে খেলা অসাধারণ অনুভূতি। গর্বের সঙ্গেই বলছি, এ যাত্রায় (অবসর) তোমার সঙ্গী হচ্ছি আমিও। ধন্যবাদ ভারত।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সুরেশ রায়নার। তবে অভিষেক ম্যাচে শুন্য রানে আউট হন তিনি।

তারপরও নিজেকে ভারতীয় ক্রিকেটের অপরিহার্য সদস্য হিসেবে প্রমাণ করতে সক্ষম হন রায়না। ওয়ানডে ক্রিকেটের নিয়মিত সদস্য ছিলেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটা তার দখলে।

ক্যারিয়ারে ২২৬ টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬১৫ রান সংগ্রহ করেন রায়না। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি। টেস্ট খেলেছেন ১৮টি। এরমধ্যে সংগ্রহ করেছেন ৭৬৮ রান।তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। এই সংস্করণে ৭৮টি ম্যাচে ১৬০৫ রান সংগ্রহ তার।

কেবল ব্যাটসম্যান হিসেবেই নয়, ফিল্ডিংয়ে দক্ষতার জন্যও বেশ সুনাম কামিয়েছেন রায়না। ভারতের ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার ধরা হয় তাকে।
ভারতীয় দলের হয়েই নয়, আইপিএলেও দুর্দান্ত সুরেশ রায়না। এই পর্যন্ত ১৯৩ ম্যাচে সংগ্রহ করেছেন ৫৩৬৮ রান। বিরাট কোহলির পর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সুরেশ রায়না।

তবে ভারতীয় ক্রিকেটে একটা কথা বেশ প্রচলিত। মাহেন্দ্র সিং ধোনির বেশ কাছের বন্ধু বলেই নাকি দলে এতদিন টিকে ছিলেন রায়না! আইপিএলেও দু’জন খেলে থাকেন একই দলে। এবারও দুজন খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
গুঞ্জন সত্য কিনা জানা নেই। তবে একইদিনে অবসর নিয়ে বন্ধুত্বের প্রমাণ দিলেন ভারতীয় ক্রিকেটের মানিক জোড়।