আইজিপি ব্যাজ পেলেন কক্সবাজারের এডিশনাল এসপি ইকবাল হোসাইন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, দৃষ্টান্তমূলক সেবার স্বীকৃতি স্বরূপ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন (বিপি: ৮১০৮১২১৬৩৮) বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা আইজিপি পদক লাভ করেছেন। “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য নিয়ে ৫ থেকে জানুয়ারি শুরু হওয়া জাতীয় পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ৯ টায় আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ হেডকোর্য়াটারে জাতীয় প্যারেড মাঠে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ (IGP’s exemplary good services badge)
ব্যাজ পরিয়ে দেন।

আইজিপি ব্যাজ প্রাপ্ত কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল হোসাইন (বিপি: ৮১০৮১২১৬৩৮) বীর মুক্তিযোদ্ধা নরসিংদী জেলার শওকত আলী মাষ্টারের গর্বিত সন্তান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন ২০১৮ সালের আগস্টের শেষ সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হতে কক্সবাজার জেলা পুলিশে যোগদান করেন। মাদক দ্রব্য উদ্ধার, মাদক বিরোধী সফল অভিযান, অস্ত্র উদ্ধারের ব্যাপক সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ আইজিপি ব্যাজ প্রদান করা হয়েছে।

এছাড়া মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর (বিপি: ৭৪০২০৫৮৩১৬), টেকনাফ মডেল থানার এএসআই সনজিব কান্তি দত্ত (৮৬০৬১০৬৮৫১) এবং জেলা পুলিশের কনস্টেবল মিথুন কুমার শর্মাকেও একইদিন বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ (IGP’s exemplary good services badge) প্রদান করা হয়েছে।