ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিতে চালকদের সচেতন করছে উখিয়া ট্রাফিক পুলিশ!

ইমরান আল মাহমুদ:
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে ঈদ যাত্রা নিরাপদ করতে ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ট্রাফিক পুলিশ সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে উখিয়া ট্রাফিক পুলিশ।

শনিবার(২৪ জুন) দুপুরে কোর্টবাজার স্টেশনে যানবাহন চালকদের সচেতন করতে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ(টিআই) নাজিমুল ইসলাম।

তিনি বলেন,”পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঈদ যাত্রা নিরাপদ করতে কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। কোর্টবাজার স্টেশনে সিএনজি, টমটম ও মোটরসাইকেল সহ যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। সড়কে দূর্ঘটনা এড়াতে ওভারটেকিং না করতে ও যত্রতত্র পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করে ড্রাইভিং করতে পরামর্শ প্রদান করা হয়। ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে প্রতিদিন উখিয়ার সব স্টেশনে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানে ট্রাফিক সার্জেন্ট আব্দুল হেকিম ও কনস্টেবল রঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।