এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। দেশের শিক্ষা বোর্ডগুলো এই তিন দিনের মধ্যে যেকোনও একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার বৃহস্পতিবার বলেন, আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। ওই তিন দিনের মধ্যে যেকোনও একদিন ফল প্রকাশিত হতে পারে।

উল্লেখ্য, রেওয়াজ অনুযায়ী প্রতি বছর প্রধানমন্ত্রী পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কাজটি উদ্বোধন করেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
বাংলা ট্রিবিউন