কক্সবাজারে করোনা এলার্ট মোবাইল এপ্লিকেশন চালু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, কক্সবাজার-এর উদ্যোগে বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবে জনসচেতনামূলক মোবাইল এপ্লিকেশন “করোনা এলার্ট” পাবলিশ করা হয়েছে। করোনা ভাইরাসের হাত থেকে বাচাঁতে হলে সাধারণ জনগণকে সচেতন করে তোলার কোন বিকল্প নেই।

সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা হচ্ছে। এক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সদর, কক্সবাজার-এর উদ্যোগে প্রকাশিত এই মোবাইল এপ্লিকেশানটি বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে ব্যবহারকারী সচেতন করার কাজ করবে। এছাড়া করোনা সংক্রান্ত জরুরী ফোন নাম্বার সমূহে ব্যবহারকারী এই এপসের মাধ্যমে ফোন করতে পারবেন। এই এপসের আপগ্রেডেশনের কাজ চলমান রয়েছে। এই লিংক থেকে এই এপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে (https://forms.gle/RhZ7JmcypwWDkKuy7) অথবা এই কিউআর কোডটি স্কেন করেও ডাউনলোড করা যাবে।