কক্সবাজারে পিকআপের তেলের ট্যাংক খুলতেই মিললো ৩৯ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারের রামুতে পিকআপের তেলের ট্যাংকে লুকিয়ে রাখা ৩৯ হাজার ইয়াবাসহ জহির নামে এক চালককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে রামু-মরিচা সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক ৩০ বছর বয়সী জহির চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাউয়ারখিল গুইয়াপাড়ার আব্দুস সালামের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু-মরিচা সড়কের খুনিয়াপালং এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে একটি পিকআপের গতিরোধ করা হয়। পিকাপচালক জহিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি গাড়ির তেলের ট্যাংকে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

ওসি আরো বলেন, গাড়িটি রামু বাইপাস এলাকায় এনে স্থানীয় একটি ওয়ার্কশপের মেকানিকের সহায়তায় তেলের ট্যাংক খুলে রাত ১টার দিকে ইয়াবাভর্তি ৬০টি সরিষার তেলের বোতল বের করা হয়। যেখানে ৩৯ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়। এ মাদক পাচার চক্রে জড়িত অন্যদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে।