কক্সবাজার বিএনপির রাজনীতিতে ভাটা

বিশেষ প্রতিবেদক •

দীর্ঘ ১৩ বছর ধরে কক্সবাজার জেলা বিএনপির সম্মেলন নেই। দলীয় কোনো কর্মকাণ্ড না থাকায় দলটি এখন শুধু নামেই আছে। এছাড়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে জেলা বিএনপি।

জেলার নয়টি উপজেলা ও ৭১টি ইউনিয়নের কোথাও বিএনপির কমিটি নেই। এমনকি কোনো নির্বাচনে প্রার্থী হতেও আগ্রহী নয় অনেক নেতা। সব মিলিয়ে কক্সবাজার বিএনপির রাজনীতিতে ভাটা পড়েছে।

উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করার সাহস পাচ্ছি না। এ উপজেলায় বিএনপির নেতারা পুরোপুরি নিষ্ক্রিয়। তাদের কোনো খোঁজ-খবর নেই। একই চিত্র জেলার ৭১টি ইউনিয়নে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতাকর্মী জানান, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কোনো অংশের সাংগঠনিক কার্যক্রম নেই। এতে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে। নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেক কর্মী।/ডেইলি বাংলাদেশ