টেকনাফে লবণ মাঠ থেকে ১কেজি ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ ২ বিজিবি সদস্যরা মালিকবিহীন ১কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে। এসময় পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৪ নভেম্বর(বুধবার) ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ২৩ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ১১টা দিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন আলীখালী সোলার প্রজেক্ট এলাকার লবণ মাঠ হতে ইযাবার চেয়ে বহুগুন শক্তিশালী ক্রিস্টাল মেথ (আইস) মাদকের চালানটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আলীখালী সোলার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় মিয়ানমার থেকে নাফনদী পাড়ি দিয়ে আলীখালী লবনের মাঠের উপর দিয়ে কয়েকজন লোক আসতে দেখে বিজিবির ধাওয়ার মুখে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। জব্দকৃত আইসের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানিয়েছে সূত্রটি।

জব্দকৃত মাদক পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।