পেকুয়ায় ২ জামায়াত নেতা কারাগারে

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় ২ জামায়াত নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৩০ অক্টোবর) সকালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবা জানাযাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলায় বিএনপি-জামাতের ৫১ জন নেতাকর্মীকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন চাইলে বিজ্ঞ আদালত ৪৯ জনের জামিন মঞ্জুর করলেও বিচারক জাহিদ হোছাইন বাকী ২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

তারা হলেন- পেকুয়া উপজেলা জামায়াতের নায়েমে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাজাখালী বিইউ আই কামিল মাদ্রাসার আরবি প্রভাষক নুরুজজামান মঞ্জু এবং বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাশিয়াখালী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, জামায়াত নেতা মাওলানা এইচ. এম বদিউল আলম জিহাদি।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট এইচ. এম শহিদুল্লাহ চৌধুরী।