বই নিয়ে আর গ্রাম-গ্রাম ঘুরবেন না পলান সরকার

ডেস্ক রিপোর্ট – সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বাড়ি বাড়ি বই নিয়ে পৌঁছে যেতেন পলান সরকার। এরপর বই ধরিয়ে দিতেন হাতে। এক সপ্তাহ পর সেই বই ফেরত নিয়ে নতুন আরেকটি বই দিতেন। এভাবেই মানুষের মধ্যে বই পড়ার জন্য আন্দোলন গড়ে তুলেন পলান সরকার। কোনো বই নিয়ে তিনি আর কারো কাছে যাবেন না, বাড়ি বাড়ি ঘুরবেন না।

১ মার্চ, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন পলান সরকার।

১৯২১ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম হারেজ উদ্দিন। তবে সবার কাছে পলান সরকার নামেই পরিচিত ছিলেন।

পলান সরকারকে নিয়ে ২০০৭ সালে দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে। নিভৃতে নিজের মতো করে বই পড়ার যে আন্দোলন তিনি গড়ে তুলেন, প্রতিবেদন প্রকাশের পর তা সবার নজরে আসে।

পলান সরকার রাজশাহী জেলার ২০টি গ্রামজুড়ে গড়ে তুলেছেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন তিনি।

মাইলের পর মাইল হেঁটে একেক দিন একেক গ্রামে গিয়ে বই পড়ায় গ্রামবাসীকে উদ্বুদ্ধ করতেন তিনি। বাড়ি বাড়ি কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিয়ে নতুন বই পড়তে দিতেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত ‘বইওয়ালা দুলাভাই’ হিসেবে।

২০১১ সালে সামাজিকভাবে অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।