বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট: বালকে কক্সবাজার পৌরসভা ও টেকনাফ, বালিকায় মহেশখালী, সদর উপজেলা জয়

এম.এ আজিজ রাসেল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টূর্ণামেন্টে বালকে জয় পেয়েছে কক্সবাজার পৌরসভা ও টেকনাফ ও উপজেলা। বালিকায় জয় ছিনিয়ে নিয়েছে মহেশখালী ও সদর উপজেলা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বালিকাদের প্রথম ম্যাচে কক্সবাজার পৌরসভাকে ১—০ গোলে হারায় মহেশখালী উপজেলা। দ্বিতীয় ম্যাচে ট্রাইবেকারে চকরিয়াকে ১—০ গোলে হারায় সদর উপজেলা। বিকালে বালকদের প্রথম ম্যাচে মহেশখালীকে ১—০ গোলে হারায় কক্সবাজার পৌরসভা। দলের পক্ষে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে ৭ নং জার্সীধারী খেলোয়াড় সায়েম। পুরো খেলা চলাকালীন টিমকে অনুপ্রেরণা যোগান পৌর পরিষদ। এর আগে দলের জয় কামনা করে মোনাজাত করেন মেয়র মুজিবুর রহমান।

এসময় তিনি খেলোয়াড়দের নানা দিক নির্দেশনা দেন। দ্বিতীয় ম্যাচের খেলা হয় অনেকটা নাটকীয়। প্রথমার্ধে টেকনাফ এগিয়ে থেকে ১৯ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে নেয় ১১ নং জার্সীধারী খেলোয়াড় শেখ আহমদ। দ্বিতীয়ার্ধে গুছিয়ে ফুটবল খেলে ১৬ মিনিটে গোল করে দলকে বিপদমুক্ত করে সদর উপজেলার ইশতিয়াক। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।

ট্রাইবেকারে ৪—৩ গোলে টেকনাফের কাছে হেরে বিদায় নেয় সদর উপজেলা। আর জিতে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে সীমান্ত উপজেলা টেকনাফ।