বিএনপি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গ্রহণ না করলে বিতর্ক বন্ধ হবেনা:আইনমন্ত্রী

কক্সবাজার জার্নাল ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপি জাতির পিতা হিসেবে গ্রহণ না করা পর্যন্ত তর্ক-বিতর্ক বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আপনারা গ্রহণ করেন আর না করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাতে কিছু যায়-আসে না। তিনি সত্যি সত্যি জাতির পিতা।

শনিবার সংসদের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর সংসদ সদস্যদের দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন।

বিএনপির প্রতি প্রশ্ন রেখে আনিসুল হক বলেছেন, ‘বিএনপিকে আমার প্রশ্ন, খুনি জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা হতেন, কেউ কি তার হাতটা চেপে ধরেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না? কেউ কি তার হাতটা চেপে ধরেছিল যে ইনডেমেনিটি অর্ডিন্যান্স বাতিল করা যাবে না? এই রকম তো কেউ করে নাই। উনি এই বিচারটা করলেন না কেন?’