মাদকের ছড়াছড়ি টেকনাফে: ব্রিজের নিচে পাওয়া গেলো ৩০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফে ব্রীজের নিচে পরিত্যক্ত অবস্থায় ৩০হাজার পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং ব্রীজের নিচে পরিত্যক্ত অবস্থায় ৩০হাজার পিস ইয়াবা বড়ি চালানটি উদ্ধার করা হয়েছে।

এ তথ্যাটি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ইয়াবার একটি চালান পাচারের উদ্দেশ্যে মওজুদের সংবাদ পেয়ে ঊনছিপ্রাং সীমান্ত চৌকির বিশেষ একটি টহল দল বাজার সংলগ্ন ব্রীজের নীচে অভিযানে যায়।

এসময় ব্রীজের নীচে বেইজের উপর একটি পরিত্যক্ত বস্তা দেখতে পায়। তা উদ্ধার করা হলেও কোনো পাচারকারীকে পাওয়া যায়নি। এ বস্তার ভেতরে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।