শেখ হাসিনা বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী

ফাইল ছবি

মার্কিন সাময়িকী ফোর্বস ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ২৯ নম্বরে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত ওই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়ে ৩৪ নম্বরে রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

ফোর্বস এর তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। দ্বিতীয় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দে এবং তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি স্থান পেয়েছেন।

ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন।