সমাজে নানা অসংগতি শিক্ষার্থীরা দূর করতে পারে-আহসান উল্যাহ


মোঃ জয়নাল আবেদিন •
সমাজে নানা অসংগতি শিক্ষকর্থীরা দূর করতে পারে। তাই শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। টেকনোলজি ও কমিউনিকেশনের প্রতি গুরুত্ব দিতে হবে। কেননা এক্সপার্টের অভাবে আমাদের দেশ এগিয়ে যেতে সমস্যার সম্মুখিন হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক সংগঠন ককসবাজার স্টুডেন্ট’স ওয়েলফার এসোসিয়েশনে উদ্যেগে আয়োজিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান উল্যাহ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুর রহমানের সঞ্চালনায় ও সাজ্জাদ হোসেন বিজয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ আহসান উল্যাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি অধ্যাপক লোকমান হাকিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক তারিক হোসেন, ব্যস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক,

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক লোকমান হাকিম বলেন, একটা সংগঠনের আন্তরিকতাই পারে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্যাহ বলেন,
বিশ্ববিদ্যালয় জীবনে যে যতো যোগ্যতা অর্জন করবে সে ততো উন্নতি করতে পারবে। যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে প্রতিযোগিতায় ঠিকে থাকবে। এখন শুধু মাত্র সিজিপিএ নিয়ে বের হয়ে ভালো করার সম্ভব নয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। এসময়উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ট আবু বকর সিদ্দিক, সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,সাবেক সভাপতি এমরানুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন, নজরুল হলের শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন, অতিথিবৃন্দ ও সংগঠনের শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সাথে ফটোসেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।