হলদিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অধ্যক্ষ শাহ আলমের বিকল্প নেই- নৌকার জনসভায় বক্তারা


বার্তা পরিবেশক:
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৮ নভেম্বর) বিকেলে হলদিয়া পালং ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সদস্য ও বাংলা একাডেমির আজীবন সদস্য আদিল উদ্দিন চৌধুরী।

তিনি বলেন,হলদিয়াপালং ইউনিয়নের উন্নয়ন কর্মযজ্ঞের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০তারিখ অধ্যক্ষ মো. শাহ আলম কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। সৎ,যোগ্য চেয়ারম্যান হিসেবে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে অধ্যক্ষ মো. শাহ আলম কে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে গরীব মেহনতী মানুষের সেবা করার সুযোগ করে দিন।

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলমের কাছে হলদিয়া পালং ইউনিয়নের সর্বস্তরের জনগণ নিরাপদ। বিগত ৫০ পঞ্চাশ বছরে যে উন্নয়ন হয়নি গত পাঁচবছর অধ্যক্ষ মো. শাহ আলম হলদিয়াতে উন্নয়ন কি জিনিস সারাদেশে দেখিয়ে দিয়েছে। বহিরাগত সন্ত্রাসী নিয়ে সাধারণ ভোটারদের যারা ভয়ভীতি দেখাচ্ছে তাদের পরিণতি হবে ভয়াবহ। সকল ভয়ভীতি উপেক্ষা করে নৌকা মার্কায় ভোট দিন। সরকারের মহা উন্নয়ন কর্মযজ্ঞের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আগামী ৩০ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় অধ্যক্ষ মো. শাহ আলম কে নির্বাচিত করবেন।

শেষ নির্বাচনী জনসভায় চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম বলেন,অবহেলিত হলদিয়া পালং ইউনিয়নকে গত পাঁচ বছরে ঢেলে সাজিয়েছি। অন্য ইউনিয়নের চেয়ে হলদিয়া পালং ইউনিয়নে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। দেড়শত কোটি টাকার উন্নয়নে হলদিয়া পালং ইউনিয়ন মডেল ইউনিয়নে রূপ নিচ্ছে। বর্তমানে ১০৪কোটি টাকার উন্নয়ন চলমান। হলদিয়ার ৭০হাজার জনগণের জানমাল রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ নভেম্বর নিশ্চিন্তে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করার অনুরোধ জানায়। এবারের নির্বাচনে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকের ইমরুল কায়েস চৌধুরী সাধারণ ভোটারদের মাঝে ভয়ভীতি প্রদর্শনপূর্বক প্রচারণায় বাঁধা সৃষ্টি করে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হামলা করছে।

জনসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম,কক্সবাজার জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, রত্নাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা,জালিয়াপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, জেলা যুব মহিলালীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাহমিনা চৌধুরী লুনা,যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ সহ প্রমুখ।