৩২ বার হেরেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী শ্যামবাবু

আন্তর্জাতিক ডেস্ক – কথায় আছে ‘একবার না পারিলে, দেখ শতবার’। সেই কথারই জলজ্যান্ত প্রমাণ ভারতের উরিষ্যা রাজ্যের বারহামপুরের শ্যামবাবু সুবুধি। ৮৪ বছর বয়সী এই বৃদ্ধ পেশায় একজন হোমিও চিকিৎসক।

লোকসভা, রাজ্যসভা মিলিয়ে ৩২ বার নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবারই হেরেছেন। কিন্তু তাতেও ক্লান্ত নন। আগামী ১১ এপ্রিল হতে যাওয়া ভারতের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন তিনি। অবারো নির্বাচনে অংশ নিচ্ছেন শ্যামবাবু।

এবারের নির্বাচনের তার প্রতীক ব্যাট। প্রতীকের উল্টো দিকে লেখা- ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী’।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে শ্যাম বাবু বলেন, ১৯৬২ সাল থেকে লোকসভা, রাজ্যসভাসহ বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়া শুরু করি। সুদীর্ঘ সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচনের প্রস্তাব পেলেও আমি বারবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেছি।

অতীতে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং সাবেক মুখ্যমন্ত্রী বিজু পাটনায়েকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/07/1554642446341.jpg

এ বছরের লোকসভা নির্বাচনে আস্কা ও বারহামপুর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্যামবাবু। শুধু তাই নয়, আগামী ১১ জুন রাজ্যের রাজ্যসভায় খালি থাকা তিনটি আসনেও তিনি নির্বাচন করতে চান।

শ্যামবাবু বলেন, ‘আমি নিজেই নিজের প্রচারণা করি। ট্রেন, বাস, বাজারগুলোতে গিয়ে প্রচারণা চালাই। আমি জিতি কিংবা হারি, এটা কোনো ব্যাপার না। আমি সংগ্রাম চালু রেখেছি।’

রাজ্যের রাজনৈতিক অবস্থা ও নির্বাচনে টাকার ব্যবহার নিয়ে দারুণ অখুশি তিনি। এ ব্যাপারে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালু থাকবে।’

উল্লেখ্য, উরিষ্যার অ্যাসেম্বেলি ইলেকশন লোকসভা নির্বাচনের সঙ্গেই চার ধাপে অনুষ্ঠিত হবে ১১, ১৮, ২৩ ও ১৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ২৩ মে।