৪০ নারীসহ ২০০ জনকে মধ্যপ্রাচ্যে পাচার, গ্রেপ্তার ২

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজাদ রহমান খান (৬৫) ও মো. লিটন মিয়া (৪৪) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা অন্তত ৪০ জন নারীসহ দুই শতাধিক মানব পাচার করেছে।

গতকাল শনিবার সকালে মিরপুর ও উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করার পর বিকালে সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটকের সময় তাদের কাছ থেকে প্রাইভেট কার, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের চেক বই, ল্যাপটপ, ৪০৭ পিস ইয়াবা ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। খবর বিডিনিউজের।

র‌্যাব জানায়, সরকারি একটি সংস্থায় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত লিটন। অনৈতিক কাজের জন্য ২০১০ সালে তার চাকরি চলে যায়। এরপর ২০১৩ সালে সে ইরাকে গিয়ে আজাদসহ ১৫-২০ জনের একটি প্রতারক চক্র গড়ে তোলে। সেখান থেকে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেত। সেখানে এ ধরনের অপরাধের কারণে দুই বার গ্রেপ্তার হয় বলেও প্রাথমিক তথ্য পাওয়া যায়।